বঙ্গবন্ধুর বিয়ে ঠিক হয় ১৩ বছরে, বিয়ে করেন ১৮ তে

শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৩ বছর বয়সেই পারিবারিক ভাবে বিয়ে ঠিক হয়। 

 বাংলাদেশের প্রথম ফার্স্ট লেডি এবং প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের স্ত্রী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব । ইয়ের তার ডাকনাম ছিল রেণু। পাঁচ বছর বয়সে তার পিতা-মাতা মারা যান। তিনি সম্পর্কে শেখ মুজিবুর রহমানের চাচাতো বোন ছিলেন। বঙ্গবন্ধুর বয়স যখন ১৩ বেগম ফজিলাতুন্নেসার বয়স তখন মাত্র তিন, তখনই পরিবারের বড়রা তাদের বিয়ে ঠিক "করেন। ১৯৩৮ সালে বিয়ে হবার সময় রেণুর বয়স ছিল ৮ বছর ও বঙ্গবন্ধুর বয়স ১৮ বছর। পরে এ দম্পতির দুই কন্যা ও তিন ছেলে হয় তারা হলেন শেখ হাসিনা ও শেখ রেহানা এবং শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল। বাংলাদেশের ছা স্বাধীনতা যুদ্ধের সময় বেগম ফজিলাতুন্নেসা পরিবারের অন্য তা সদস্যদের সাথে মগবাজার অথবা কাছাকাছি কোনো এলাকার এক ফ্ল্যাট থেকে পাকিস্তান সেনাবাহিনী কর্তৃক গ্রেপ্তার হয়ে ১২ মে ১৯৭১ ধানমন্ডির বাড়ি ২৬, সড়ক ৯এ (পুরোনো ১৮) -ত্ব । বন্দি অবস্থায় ছিলেন ১৭ ডিসেম্বর ১৯৭১ পর্যন্ত ।

Post a Comment

0 Comments