*** বঙ্গভঙ্গ কার্যকর করেন তৎকালীন বড় লাট "লর্ড জর্জ নাথানিয়েল কার্জন"।
জেনে রাখুন-
১. বঙ্গভঙ্গের মূল পরিকল্পনাকারী ছিলেন "এন্ড্রু ফ্রেজার"
২. বঙ্গভঙ্গের পক্ষে ছিল মুসলিম ও বিপক্ষে হিন্দুরা।
৩. বঙ্গভঙ্গকে প্রথম সমর্থন জানানো মুসলিম নেতা " নবাব সলিমুল্লাহ্।
৪. সমর্থন জানাননি "খাজা আতিকুল্লাহ", " অশ্বিনী কুমার ঘোষ" সহ আরো অনেকে। । খাজা আতিকুল্লাহ নবাব সলিমুল্লাহর সৎ ভাই ছিলেন৷
৫. বঙ্গভঙ্গকে জাতীয় দুর্যোগ বলে আখ্যায়িত করেন " সুরেন্দ্রনাথ ব্যানার্জি "
৬. বঙ্গভঙ্গ বিরোধী জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ঘটান " সর্বভারতীয় কংগ্রেস"
বঙ্গভঙ্গের ফলে-
হিন্দু-মুসলিম দাঙ্গা (১৯০৬)
স্বদেশী আন্দোলন (১৯০৫-০৮)
মুসলিমলীগের প্রতিষ্ঠা (১৯০৬)
0 Comments